Logo
HEL [tta_listen_btn]

বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী রানা আহত

বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী রানা আহত

ফতুল্লা সংবাদদাতা
লিংক রোডের মৎস্যভবন ঘেঁষা মতলব টাওয়ারে ফ্ল্যাট দেখতে যেয়ে ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পর্শে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ব্যবসায়ী কামরান হোসেন রানা। তিনি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। রানার পারিবারিক সূত্র জানিয়েছে, রোববার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে এক ব্যাংক দম্পতিকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী রানা মতলব ভবনে ফ্ল্যাট দেখাতে যান। প্রথমে তিনি ভবনের নীচ তলায় এশার নামাজ আদায় করেন। পরে তিনি ব্যাংক দম্পতি ও ভবনের নিরাপত্তা প্রহরীকে নিয়ে ভবনের ৪ তলায় যান। ফ্ল্যাটের প্রতিটি কক্ষ তিনি ব্যাংকার দম্পতিকে দেখান। একপর্যায়ে তিনি বারান্দার দরজা খুলে দেখাতে যান। দরজা খোলার সঙ্গে সঙ্গে রানা বিদ্যুতায়িত হয়ে যান। ঝলসে যায় তার পুরো দেহ। এসময় ব্যাংকার দম্পতি ও নিরাপত্তা কর্মী দৌড়ে ফ্ল্যাট থেকে বের হয়ে যান। বিদ্যুতায়িত হয়ে পড়ে থাকেন ব্যবসায়ী রানা। পরে ভবনের মালিক কাওসারকে নিরাপত্তাকর্মী ফোনে খবর দিলে তিনি ছুটে আসেন। কিন্তু এসময়ের মধ্যে ব্যবসায়ী রানার গায়ের কাপড়ে আগুন জ¦লে সম্পূর্ণ পুড়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়। সেখানে প্রথমে তাকে রাখা হয় আইসিইউতে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রানাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎকরা। ফø্যাট ক্রয়ের বিষয়ে ভবনে যাবার আগে রানা মালিক কাওসারের সঙ্গে কথা বলেন। তিনি ফ্ল্যাট খুলে দেখানোর জন্য নিরাপত্তাকর্মীকে বলে দিয়েছেন বলে রানাকে জানান। এরপরই রানা গিয়েছিলেন ব্যাংকার দম্পত্তিকে ফ্ল্যাট দেখাতে। ঘটনার পর মতলব ভবনের মালিক কাওছার এসে রানাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠান। এরপর তিনি আর কোন খোঁজ নেননি রানার। বাড়ির পাশ দিয়ে ৩৩ কেভি ভোল্টের লাইন থাকা সত্তে¡ও তিনি কিভাবে বহুতল ভবন করলেন এ বিষয়ে জানতে চাইলে ঊর্ধ্বতন একজন বিদ্যুৎ কর্মকর্তা জানান, তাদের কাছ থেকে কোন ছাড়পত্র নেয়া হয়নি। হাই ভোল্টেজের আশপাশে কোন ভবন করতে হলে বিদ্যুৎ বিভাগের তদন্ত সাপেক্ষে অনুমতি নেয়ার বিধান রয়েছে। কিন্তি বাড়ির মালিক সেটি করেননি। অভিযোগ উঠেছে, রাজউকের অনুমোদন ব্যতিরেকেই বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী রানার ভাই ইমাম হোসেন ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এলাকাবাসীরা জানায়, দূর্ঘটনার পরপর ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে এসেছিলেন। তারা কাওসারের সঙ্গে কথা বলে গেছেন। ব্যবসায়ী রানার উদ্ধারকৃত মোবাইল ফোনটি সেসময় তিনি পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি রকিবউদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোন অনিয়ম পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। আহত ব্যবসায়ীর স্বজনদের বলে দেয়া হয়েছে আগে চিকিৎসা কাজটি সমাধান করুন। এটি এখন জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com