Logo
HEL [tta_listen_btn]

মানুষের মাঝে উন্নয়ন ছড়িয়ে দিয়েছি জেলা পরিষদ চেয়ারম্যন

মানুষের মাঝে উন্নয়ন ছড়িয়ে দিয়েছি জেলা পরিষদ চেয়ারম্যন

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ছাত্র রাজনীতির শুরুতে মানুষের কল্যাণে কাজ করতে বলেছিলেন বঙ্গবন্ধু। আর জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে কাজ করতে বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা পরিবারের জন্য আজ বাংলাদেশ উন্নত দেশের রূপ ধারণ করেছে। জেলা পরিষদ কি তা নারায়ণগঞ্জের মানুষ আগে জানতো না। আমি ৫ বছর পূর্বে দায়িত্ব নেয়া পর থেকে মসজিদ-মাদ্রাসা, মন্দির-শশ্মান, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনে সহযোগিতা, রাস্তা-ড্রেনসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের মাঝে জেলা পরিষদের উন্নয়ন ছড়িয়ে দিয়েছি। আমাকে যদি আবার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়, বাকি যেটুকু উন্নয়ন ও প্রকল্প বাকি রয়েছে সেগুলো দ্রæত বাস্তবায়ন করবো। ইতোমধ্যে শহরেই কয়েকটি মসজিদ ২য়/৩য় তলা ও মাদ্রাসা ভবনসহ বিভিন্ন কাজ শেষে পর্যায়ে, এগুলো উদ্বোধন করা হবে। এই বঙ্গসাথী ক্লাব আমার এলাকায় গঠিত, এটার বিষয়ে আমার আগে থেকে অবগত রয়েছি। কখনো বঙ্গসাথী ক্লাবের ভবন নির্মাণের জন্য কেউ কিছু বলেনি। এখন আমাদের জেলা পরিষদের বাজেট জুন টু জুন মাস হয়। যদি আমি আবারো জেলা পরিষদের থাকি, অবশ্যই এটার ব্যাপারে আমি সচেষ্ট থাকিবো। শুক্রবার (১৮ ফেব্রæয়ারি) সকাল ৯টায় আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যলায় ও শিশুবাগ বিদ্যালয় মাঠে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গসাথী ক্লাব ক্রীড়া ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খাৎনা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বঙ্গসাথী ক্লাব ক্রীড়া ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন মনা, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ২১ননং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব ও সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ প্রমুখ। শতাধিক সুন্নতের খাৎনা উদ্বোধনে পূর্বে সংগঠনের সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল বক্তব্যে বলেন, আমরা মানুষের কল্যাণ কাজ করার জন্য বঙ্গসাথী ক্লাব গঠন করেছি। ক্রীড়া ও সামাজিকভাবে বঙ্গসাথী ক্লাব গৌরব অজর্ন করেছে। আমরা প্রতি বছর সুন্নতের খাৎনার আয়োজন করি। রোজার সময় মানুষের মাঝে ইফতার ও ঈদের সময়ে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। মানুষের যে কোন প্রয়োজয়ে সংগঠনের পক্ষে সব সময় এগিয়ে থাকি। সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আমাদের পাশে থাকায়, আমরা এতটুকু এগিয়ে এসেছি। মেয়র বিভিন্ন সময় বঙ্গসাথী ক্লাবের জন্য সহযোগিতা করেছে, তা প্রশংসিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com