Logo
HEL [tta_listen_btn]

অবৈধ গ্যাসলাইন বিস্ফোরণে যুবক দ্বগ্ধ ১২ দিন পর রূপগঞ্জ থানায় অভিযোগ

অবৈধ গ্যাসলাইন বিস্ফোরণে যুবক দ্বগ্ধ ১২ দিন পর রূপগঞ্জ থানায় অভিযোগ

রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইাল ইউনিয়নের ডহরগাঁও এলাকার বাড়ির মালিক আছিয়ার অবহেলায় অবৈধ গ্যাস সংযোগ ছিদ্র হয়ে বিস্ফোরণে দ্বগ্ধ যুবক রবি মিয়া (৩৫) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দ্বগ্ধ রবি মিয়া ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার খিচা এলাকার আব্দুল আজিজের ছেলে। শনিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটলেও বাড়ির মালিকের ভয়ে ঘটনার ১২ দিন পর বৃহস্পতিবার (১২ মে) রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন দ্বগ্ধ রবি মিয়ার স্ত্রী মুক্তা।
মুক্তা বেগম জানান, তাদের স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার খিচা এলাকায়। জীবিকার তাগিদে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার আছিয়া বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির মালিক আছিয়া দীর্ঘ সময় ধরে অবৈধ সংযোগ নিয়ে ভাড়াটিয়াদের মাঝে সরবরাহ করে আসছে। একইভাবে তাদের ভাড়া ঘরের ভেতর দিয়ে গ্যাস পাইপ নেয়। ওই পাইপে লিক হলে তা বাড়ির মালিককে জানানো হয়। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। এতে বিরক্ত হয়ে তারা ভাড়া বাসা ছেড়ে দিতে চায়। কিন্তু বাড়ির মালিক আছিয়া বেগম মাস শেষ পর্যন্ত থাকতে বাধ্য করে। ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে মশার কয়েল জ্বালাতে গেলে ওই গ্যাসপাইপের লিক থেকে বিস্ফোরণ ঘটে। এতে তার স্বামী রবি মিয়া আগুনে পুড়ে গুরুতর আহত হয়।
আশপাশের লোকজনের সহায়তায় গুরুতর অবস্থায় রবি মিয়াকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রবি মিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। রবির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রবির স্ত্রী মুক্তা বেগম বাড়ির মালিক আছিয়া বেগমের কাছে ক্ষতিপূূরণ চাইতে এলে বৃহস্পতিবার (১২ মে) হামলার শিকার হন। পরে এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ধরনের অভিযোগ পেয়ে তা তদন্ত করছি। ঘটনায় জড়িত প্রমাণ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com