Logo
HEL [tta_listen_btn]

মায়ের কোন বিকল্প নেই মেয়র আইভী

মায়ের কোন বিকল্প নেই মেয়র আইভী

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মায়ের কোর বিকল্প নেই। সব মা-ই রতœাগর্ভা। সোমবার (১৬ মে) বেলা ১২টায় নগরভবনের নিজ কার্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ৪ জনকে রতœগর্ভা মায়ের সম্মাননা প্রদান করে হলি উইলস স্কুল।
মেয়র আইভীবলেন, সব মা-ই রতœগর্ভা। কারণ মায়েরা ৯ মাস সন্তানকে পেটে ধারণ করে সন্তান জন্ম দেয়। বাচ্চাদের সৎ ও সাহসী হতে শেখাবেন। একজন শিশুকে মানবিক হতে শেখাবেন। ক্লাসে প্রথম-দ্বিতীয় বড় কথা নয়, মানবিক হওয়া জরুরি। মানুষ হওয়া বড়ই কঠিন। আল্লাহ এমনই ঐশ্বরিক শক্তি দিয়েছেন যে, একজন মা-ই পারে সন্তান ধারণ করতে। তারপরও কিছু মা ছেলে-মেয়েদের প্রতিষ্ঠিত করতে অনন্য সাধারণ ভূমিকা পালন করেন। নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে দিন-রাত পরিশ্রম করেন। তিনি একজন নারী, ওনারও যে একটা জীবন আছে সেই সবকিছু ভুলে গিয়ে আত্মত্যাগ করেন মায়েরা। স্মৃতিকাতর আইভী বলেন, স¤প্রতি আমি আমার মাকে হারিয়েছি। আমি যখন বৃত্তি নিয়ে রাশিয়াতে যাবো আমার বাড়িতে কেউ রাজি ছিল না। আমার মা-ই একমাত্র বলেছিলেন, আমার মেয়ে যাবেই, সে ডাক্তার হবেই। যে মেয়ে ঢাকা শহরে একরাত যাপন করেনি তাকে সোভিয়েত ইউনিয়নে পাঠিয়েছিলেন আমার মা। আমি আমার মায়ের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, মায়েদের অবদান বলে শেষ করা যাবে না। সব মা-ই আমার কাছে সমান। চেষ্টা করি মায়েদের সম্মান করার জন্য, তাদের কথা শোনার জন্য। অনেক সন্তানই মায়ের কথা ঠিকমতো শুনতে চায় না। আমি সবসময় মুরুব্বিদের কথা শোনার চেষ্টা করি। এই শহরের সকলের সাথেই আমার সুসম্পর্ক আছে। আমি নিঃস্বার্থভাবে এই শহরের মানুষকে ভালোবাসি, তাদের সেবা করতে চাই। রতœগর্ভা মা সম্মাননা প্রদান করা হয় সালেহা বেগম, চারবীন আক্তার, মাসুদা উদ্দিন ঝর্না ও আকিবুল বাহারকে। সম্মাননা পাওয়া নারীদের অভিনন্দন জানিয়ে এনসিসি মেয়র বলেন, একজন মা যেন তার ছেলে এবং মেয়েকে সমান দৃষ্টিতে দেখে। বিদ্যমান পরিস্থিতিতে মেয়েদেরই বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। এসময় আরও উপস্থিত ছিলেন, সফর আলী ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকিরা আলী ভূঁইয়া, দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, হলি উইলস স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা শামীম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com