Logo
HEL [tta_listen_btn]

পদ্মা সেতুর উদ্বোধন রিভার্স জেলা জুড়ে উৎসবের আমেজ

পদ্মা সেতুর উদ্বোধন রিভার্স জেলা জুড়ে উৎসবের আমেজ

দেশের আলো রিপোর্ট
মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হলো। এ যেন বাঙালির স্বপ্ন ও সাহসের জয়। সেই সঙ্গে খুলে গেলো আরও শত সহস্র স্বপ্নের দুয়ার। শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন আয়োজনে করা হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে ইসদাইরে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত পদ্মা সেতুর আদলে নির্মিত মঞ্চে সেতুর উদ্বোধন সরাসরি লাইভ দেখে নারায়ণগঞ্জবাসী ওই মুহূর্তকে উদযাপন করে উচ্ছ¡াস প্রকাশ করেছে। এর আগে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথেই স্টেডিয়াম জুরে উল্লাসে মেতে উঠে। এসময় মন্ত্রী, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কবুতর ও বেলুন উড়িয়ে নতুন সেতু উদ্বোধনের অংশীদার হয়। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে উপভোগ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ, সংসদ সদস্য, স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা। প্রধানমন্ত্রীর এই সফলতার ভূয়সী প্রশংসা করেন তারা। এসময় সকলে হাত তালি দিয়ে উদ্বোধনের এ মুহূর্তকে বিশেষভাবে স্মরণীয় করে রাখেন এবং প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান। উদ্বোধনের এই সূচনায় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যন একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহাসহ নেতৃবৃন্দ। এসময় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, কেউ টাকা দিক আর না দিক আমরা নিজের টাকায় পদ্মা সেতু করবো,পার্লামেন্টে এমন ঘোষণা দিয়ে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজের টাকায় এই পদ্মা সেতু করেছে। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন, আমাদের দাবিয়ে রাখা যায় না, আমাদের দাবিয়ে রাখতে পারবা না। তেমনি অনেক ষড়যন্ত্র করেও আমাদের কেউ দাবিয়ে রাখতে পারিনি। জননেত্রী শেখ হাসিনাকেও দাবিয়ে রাখতে পারেনি। এসময় গোলাম দস্তগীর গাজী বলেন, অনেক কষ্টের বিনিময়ে, অনেক মামলা মোকদ্দমার বিনিময়ে এই পদ্মা সেতু আমাদের মাঝে এসছে। ৭১ সালে বঙ্গবন্ধু আমাদের বাঙ্গালি জাতির জন্য সর্বশ্রেষ্ঠ উপহার, স্বাধীনতা এনে দিয়েছিলেন। আজকে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙ্গালি জাতিকে পদ্মা সেতু উপহার দিয়েছে। তাই উনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, আজকে আমরা এখানে এসেছি কারণ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সবাই মিলে আনন্দ করবো। পুরো দেশে প্রতিটি গ্রামে গ্রামে এই আনন্দ ছড়িয়ে আছে। এটা শুধু নারায়ণগঞ্জ জেলাই না, সারা দেশে আজ অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, পদ্মা সেতু মানে ৭১ সালে ৭ মার্চে বঙ্গবন্ধুর সেই ভাষণ বাঙ্গালী জাতিকে দাবায় রাখতে পারবা না। আজকে শেখ হাসিনা প্রমাণ করেছেন, বাঙ্গালী জাতিকে দাবায় রাখা যায় না। পদ্মা সেতু প্রমাণ করেছে, বাংলাদেশ আজকে কারো পায়ের উপরে ভর করে দাঁড়ায় নাই। বাংলাদেশ নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে। তাই পদ্মা সেতু আমাদের অহংকার, পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ যে পারে, সেটা দেখিয়ে দেওয়া হলো সারাবিশ্বকে। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, নানা ষড়যন্ত্রের পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিলেন, বাংলাদেশ পারেন। শেখ হাসিনা এখন বাংলাদেশে আওয়ামী লীগের কোন সম্পদ নয়, শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্ন। শেখ হাসিনা আপনাদের সম্পদ, বাংলাদেশের সম্পদ। বাংলাদেশ আগামীতে কি ভাবে এগোবে, সেটা নির্ভর করে শেখ হাসিনার সুযোগ্য নেত্রীত্বের উপরে। জাতির পিতার কন্যার জন্য আপনাদের সকলের কাছে আজকে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আমি থাকি না থাকি, কিছু যায় আসে না। শেখ হাসিনা থাকলে আপনার বাচ্চার সুন্দর ভবিষ্যৎ হবে। শামীম ওসমান বলেন, ৭৫ থেকে শুরু হয়েছে, ৭৯ থেকে জেল খাটা শুরু হয়েছে। ৮১ সালে যখন জাতির পিতার কন্যা এসেছিলেন, তখন বাংলাদেশের মানুষ একটি আশার সঞ্চার পেয়েছিল। অনেকেই আজকে মানবতার কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেদিন জাতির পিতার কন্যা দেশে ফিরে ছিলেন, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিব আমার দেশের স্বাধীনতা দিয়েছে, তার পরিবারকে হত্যা করা হয়েছে। সেই দিন শেখ হাসিনাকে বাসায় পৌঁছে দুই রাকাত নফল নামাজ পড়তে দেওয়া হয়নি। আমাদের সেটা মনে রাখতে হবে। মনে রাখতে হবে নারায়ণগঞ্জে ২০০১ সালে ১৬ জুন বোমা হামলা হয়েছিল। আরডিএস এর বোমা হামলা, আমরা বলেছিলাম, যারা ৭১ সালে আমাদের মা-বোনের সংগম নিয়েছে, যারা পাক বাহিনীর কাছে আমার মায়ের সম্মান তুলে দিয়েছে, যারা ছেলে সামনে মা, ভাইয়ের সামনে বোনকে বিবস্ত্র করে ধর্ষণ করেছে, এই বাংলাদেশের নারায়ণগঞ্জে, যেখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে, সেই নারায়ণগঞ্জে স্বাধীনতা বিরুদ্ধে শক্তিকে প্রবেশ নিষেধ করেছিলাম, এখন সেই স্থানের নাম হয়েছে সাইনবোর্ড। শামীম ওসমান আরও বলেন, পালামের্ন্ট এক নেত্রী বলেছিলেন, তোকে আমি দেখে নিবো। দেখে নিয়েছিলেন। বোম বাস্ট হয়েছে, সেদিন আমি একটা কথা বলেছিলাম, শেখ হাসিনাকে বাঁচার। সেদিনও বিএনপির নেতাকর্মীরা বলেছিলেন, জাতির পিতার কন্যার নিরাপত্তা আইন পাশ করানোর জন্য আমরাই নাকি আমাদের উপর বোমা হামলা করিয়েছি। এরা কারা? তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারাই বলেছিলেন, পদ্মা সেতু হবে না। তারাই বলেছিলেন, বাংলাদেশ আগাবে না। তারা বাংলাদেশকে এমন জায়গায় রাখতে চায়, যাতে বাংলাদেশ মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। আজকে সেই পদ্মা সেতুর উদ্বোধন হলো।অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, আজ বক্তব্য দেয়ার দিন না। আজকের দিন বাঙালি জাতির প্রাপ্তির দিন। পদ্মা সেতু আমাদের ভাষায় প্রকাশ করার মত না। এক সময় অনেক চক্রান্ত হয়েছে যেন পদ্মা সেতু না হয়। লিয়াকত হোসেন খোকা বলেন, সততা ও দৃঢ়তার মাধ্যমে যে সবকিছু অর্জন করা যায় তা প্রমান করে দিয়েছেন আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এ প্রকল্পে শ্রমিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পর্যন্ত যারাই সম্পৃক্ত ছিলেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি কারণ আল্লাহ এমন মহান ব্যক্তিকে বাংলার মাটিতে প্রেরণ করেছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের আগামী প্রজন্ম এখন আরও ভাল কিছু করার জন্য স্বপ্ন দেখতে পারছি। জাতির জনকের নেতৃত্বে যে সকল মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন তাদেরও শ্রদ্ধা জানাই। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.মঞ্জুরুল হাফিজ বলেছেন, পদ্মা সেতু শুধু মাত্র একটি সেতু নয়, এটি সত্যের জয় এবং একটি নেতৃত্বের বিজয়। বাঙ্গালীর দৃঢ় চেতনার বিজয়, অপশক্তির বিরুদ্ধে জয়, স্বাধীনতার শত্রæদের বিরুদ্ধে বিজয়ের ধারাবাহিকতার একটি অংশ। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য ডিসি বলেন, আপনি পদ্মা নদীর উপর একটি বহুমুখী সড়ক ও রেল সেতু তৈরি করেছেন। এই ব্রিজ স্থায়ী ভাবে শত-শত বছর ধরে এখানে রয়ে যাবে। কিন্তু আপনার এই কাজের মধ্য দিয়ে পুরো বাঙালি জাতির সঙ্গে আপনাদের যে হৃদয়ের সেতু বন্ধন হয়েছে তা আমরা সারা জীবন মনে রাখবো। ডিসি বলেন, আজকে আমাদের জোড়ে কথা বলতে ইচ্ছে হয়। কারণ এই সেতু শুধু একটি ব্রিজ নয়, এটা আমাদের একটি বিজযয়ের প্রতীক। তাই বিজয়ী হওয়ায় আমাদের শরীরের রক্ত অটোমেটিক গরম হয়। আমরা কন্ঠ উচ্চ স্বরে করে কথা বলি। আমরা সারা পৃথীবিকে দেখাতে চাই আমরা পারি, আমরা পেরেছি। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন, আমাদের দাবিয়ে রাখা যায় না, আমাদের দাবিয়ে রাখতে পারবা না। আমরা তার সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক। আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। এর একটি মাত্র উদাহরণ এই পদ্মা সেতু। মেট্রো রেল করতে যাচ্ছি, আমরা কর্ণফুলি ট্রানেল করেছি, প্রর্যাক্রমে একটির পর একটি মেগা প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। পদ্মা সেতুর উদ্বোধনের মুহূর্ত সরাসরি লাইভ স্কিনে দেখতে আসা মৌ রানী দাসের সাথে কথা হয়। তিনি জানান, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন এসে খুব উপভোগ করছি। ইতিহাসে এমন সেতু হয়তো আরও হবে। কিন্তু এই স্বপ্নের সেতুর উদ্বোধন আসলেই অন্য রকম অনুভূতি। ভবিষ্যৎ প্রজন্মকে বলতে পারবো যে, পদ্মা সেতুর উদ্বোধন আমি দেখেছি। নারায়ণগঞ্জ কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী সজিব খান বলেন, আমি পদ্মা সেতু উদ্বোধন দেখতে এসেছি। কারণ পদ্মা সেতু মানুষের অনেক কষ্টের অবসান ঘটালো। পদ্মা সেতু আমাদের অহংকার। এতদিন পদ্মা সেতু নির্মাণের খবর দেখতাম। আজ সেতুটির উদ্বোধন হবে। তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। চলে এসেছি উদ্বোধনের আনন্দ ভাগ করে নিতে। নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা বলেন, নিজেদের টাকায় তৈরি পদ্মা সেতু দেশের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে। অবসান হবে দীর্ঘদিনের যোগাযোগের ভোগান্তি। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য স¤প্রসারিত হবে। অবহেলিত দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গড়ে উঠবে শিল্প-কারখানা। ঘুচবে বেকারত্বের অভিশাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com