Logo
HEL [tta_listen_btn]

শীতলা মায়ের মন্দির উদ্বোধন

শীতলা মায়ের মন্দির উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা
টানবাজার হরিজন সমাজ সেবা সংঘ সংগঠনের উদ্যেগে শ্রী শ্রী শিব ও শীতলা মায়ের মন্দিরের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের অক্টো অফিস পিলখানা এলাকায় অস্থায়ী হরিজন কলোনীতে টানবাজার হরিজন সমাজ সেবা সংঘ সংগঠনের সভাপতি সেরা দাস রিপন ও সাধারণ সম্পাদক মামুন চন্দ্র দাসের নেতৃত্বে ওই মন্দির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ হরিজন ডোমার সমাজ পঞ্চায়েত কমিটির প্রধান শ্রী শরিফ লাল, সিনিয়র সহকারি প্রধান শ্রী বুচ্চা লাল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়াকার্স ইউনিয়নের সভাপতি শ্রী শিমুল দাস, সাধারণ সম্পাদক শ্রী কিশোর লাল বেগী,বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী অমৃত লাল, সাধারণ সম্পাদক শ্রী প্রতাপ লাল, থানা কমিটির সভাপতি শ্রী কমল দাস, সাধারণ সম্পাদক শ্রী লাল, উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা শ্রী বলরাম দাস, সিনিয়র উপদেষ্টা শ্রী মিলন দাস, সাবেক প্রধান শ্রী রতন লাল, শ্রী রাজেন্দ্র কুমার, শ্রী কিশান দাস, শ্রী মিঠু লাল, শ্রী মাসুম দাস, শ্রী গনেশ দাস, শ্রী রাকেশ দাস, শ্রী রুবেল দাস, শ্রী মিলন কুমার দাস, সহযোগিতায় হরিজন সমাজ সেবা সংঘ সাবেক সেক্রেটারি গনেশ দাসসহ চন্দ্র দাস, উজ্জল, কবিতা রালী। টানবাজার হরিজন সমাজ সেবা সংঘ সংগঠনের সাধারণ সম্পাদক মামুন চন্দ্র দাস বলেন, আমি সব ধর্মেকে সম্মান করি বলা যায় সকল ধর্মের সাধক। সব ধর্ম আমার নিজের ধর্ম। সত্যি মানবিকতার থেকে বড় ধর্ম আর কিছু হয় না। আমাদের টানবাজার হরিজন সমাজ সেবা সংঘ সংগঠনে উদ্যোগে অক্টো অফিস পিলখানা এলাকায়, অস্থায়ী হরিজন কলোনীতে আজ শীতলা মায়ের মন্দিরে’র উদ্বোধন করেছি। এখানে থেকে আমরা সৃষ্টিকর্তার আরাধোনা করবো। এখানে আমাদের কলোনীর সকল মানুষের পরিশ্রম আছে। আমরা আজ এই মন্দির উদ্বোধন করার জন্য বিশেষ কোন ব্যাক্তিকে দাওয়াত করতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছে, যেহেতু এখানে সকলের পরিশ্রম আছে। তাই এই মন্দির সকলে মিলেই উদ্বোধন করলাম। সকলের মঙ্গলকামনায় এই মন্দিরের সূচনা করা হয়েছে। সকলের কাছে আশির্বাদ চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com