Logo
HEL [tta_listen_btn]

শহরে আশুরার তাজিয়া মিছিল

শহরে আশুরার তাজিয়া মিছিল

নিজস্ব সংবাদদাতা
ইসলামের ইতিহাসে মহররম মাসের ১০ তারিখ বিশেষ মর্যাদাসম্পন্ন দিন। দিনটি আশুরা হিসেবে পালন করে বিশ্ব মুসলিম স¤প্রদায়। কারবালার বিয়োগান্তক স্মৃতি স্মরণে শোকের আবহে পালিত হয় পবিত্র আশুরা। করোনা মহামারির ব্যাপক প্রাদুর্ভাবে টানা দুই বছর বন্ধ থাকার পর এবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) নারায়ণগঞ্জে মহররমের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে। দুপুরে মহল্লা থেকে তাজিয়া বের হয়ে। অবস্থান নেয় মন্ডলপাড়ায়। সেখানে সাজিয়ে গুছিয়ে প্রদর্শনী করা হয়। সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে বের হয়তাজিয়া মিছিল।শহরের ২নং রেল গেট দিয়ে শুরু হয়ে এরপর চাষাঢ়া ঘুরে আবার মন্ডলপাড়ায় গিয়ে শেষ হয়। মিছিলে আসা সুমন নামের একজন বলেন, ছোট থেকেই তাজিয়া মিছিলে অংশ নেই। দুই বছর পর মিছিল হওয়ায় এবার অনেক মানুষ অংশ নিয়েছে। সব মিলিয়ে বেশ ভালো লাগছে।তাজিয়াকে ঘিরে মন্ডলপাড়া এলাকায় মেলা বসেছে। মেলায় বিভিন্ন শ্রেণি-বয়সের মানুষ এসেছেন। এদিকে, মহররম মাসের ১০ তারিখ উপলক্ষ্যে সকাল থেকেই বিভিন্ন স্থানে রান্না করা খিচুরি বিতরণ করেছে অনেকে। কেউ কেউ রোজা ও ইবাদাতের মধ্য দিয়ে দিনটি পালন করেছে।সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে দা, ছোরা, কাচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন নিষিদ্ধ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রসঙ্গত, হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) শিশুসন্তান জয়নাল আবেদীন ও তার বংশধরসহ ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদতবরণ করেন। শত শত বছর ধরে শিয়া মুসলিমরা কারবালার শহীদদের স্মরণে শোকের মাতমে দিনটি পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com