Logo
HEL [tta_listen_btn]

প্যারাডাইজ শ্রমিকদের বিক্ষোভ

প্যারাডাইজ শ্রমিকদের বিক্ষোভ

ফতুল্লা সংবাদদাতা
বকেয়া বেতনসহ ৫ দফা দাবিতে কারখানা গেটের সামনে বিক্ষোভ ও সভা করেন প্যারাডাইজ কারখানার শ্রমিকরা। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেলের সভাপত্বিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রিয়নেতা শ্রমিকনেতা এড. মন্টু ঘোষ, জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রমিকনেতা ইকবাল হোসেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, সহ-সভাপতি মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল, সহ-সাধারণ সম্পাদক মো. বাদল মোল্লা, অর্থ সম্পাদক সজিবসহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, আমরা বকেয়া আগস্ট মাসের বেতনসহ বকেয়া বেতনের দাবিতে রাজপথে নেমেছি অতিতে আমাদের তিক্ত অভিঙ্গতা রয়েছে পরিবার, সন্তানদের নিয়ে অভুক্ত থাকার, মালিকপক্ষ বারবার আমাদেরকে পাওনা থেকে, অধিকারথেকে বঞ্চিত করেছে, আমরা এখনো বকেয়া ১৩ মাসের বকেয়া পাওনা, বারবার সময় দিয়েও অদ্যাবদি পরিষোধ করেন নাই, শ্রম আইন অনুসারে ছুটিসহ আইনি অধিকার দিতে হবে। আমাদের নিয়ে নানাহ ধরণের ষড়যন্ত্র চলছে মালিকপক্ষ আমাদেরকে পাওনা নাদিয়েই বিতারিত করতে চায়। যেকোন ধরণের ষড়যন্ত্র আমরা মোকাবেলা করবো।
তারা আরো বলেন, আমরা প্রতিষ্ঠানটি চালু রাখার জন্য সর্বচ্চো ত্যাগ করছি কিন্তু কারখানার মালিকপক্ষ শুধুই মুনাফার কথা ভাবছেন, আমাদের কথা ভাবেন না, বিনিময়ে আজ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তাকে আমরা বলবো আমরা শ্রমিকরা সর্বচ্চো র্ধৈযধারণ করছি কিন্তু আপনি যে ষড়যন্ত্র করছেন তার উচিৎ জবাব আপনাকে দেওয়া হবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বারবার সরকারের যথাযথ দপ্তরকে লিখিতভাবে অবহিত করেছি, সরকারে যথাযথ দপ্তররে নির্দেশ আমরা মেনে চলছি কিন্তু মালিকপক্ষ চুক্তির দ্বারা অমান্য করছে। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবো। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে চাল, ডাল, তেলসহ বেঁচে থাকার জন্য খাদ্যের মুল্য অস্বাভাবিকহারে বেড়েছে অথচ আমাদের মজুরি কমেছে আমরা বেচে থাকার জন্য প্রয়োজনেই সংগ্রাম করছি। মালিকপক্ষ প্রতিমাসেই বেতনদিতে মাসের ৩০ তারিখও পর্যন্ত নিয়ে যায়, এমনটা চলতে পারে না। আমাদের পরিবার সন্তানদের মুখে খাদ্য তুলে দিতে আমাদের যেকোন কঠোর লড়াই আমরা করবো, সরকারকে বলবো মালিকের অন্যায় আচরণ আজ আমাদেরকে আজ বেচেঁ থাকার পথ রুদ্ধকরে তুলছে । সভাথেকে নেতৃবৃন্ধ আগামীকাল ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের অভিমুখে মিছিল কর্মসূচি গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com