Logo
HEL [tta_listen_btn]

ভয়েস অফ ভলান্টিয়ারস অনুষ্ঠিত

ভয়েস অফ ভলান্টিয়ারস অনুষ্ঠিত

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে স্বেচ্ছাসেবীদের মনোবল বৃদ্ধি, সাংগঠনিক অবকাঠামো ও স্বেচ্ছাসেবীদের সামাজিক উন্নয়ন বিষয়ে ‘মানুষ বাঁচবে কতদিন, সেবা বাঁচবে চিরদিন’ এই ¯েøাগানে ভয়েস অফ ভলান্টিয়ারস নামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার স্কাইলাক রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ১৫টি সংগঠন অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি পরিচালক আবদুল বাতেন সরকার, বিবি আছিয়া ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মনির হোসেন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর উপ-পরিচালক খোরশিদ আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন জুয়েল, মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, যমুনা টেলিভিশন নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হোসেন স্মীথ, মাই টিভি নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লা আল মামুন, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আক্তার হাবিব। এসময় বক্তারা পরিচ্ছন্ন সুখী সমবৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও মানবতার কল্যাণে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ গ্রহণ করার মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ,এসময় ১৫ টি সংগঠন থেকে উপস্থিত ছিলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক ইয়ামিন ভূইয়া, শফিকুল ইসলাম, মহাসচিব মিজানুর রহমান, শিক্ষা ও শিশু বিষয়ক সম্পাদক নিঝুম আফরোজ, বিবি আছিয়া ফাউন্ডেশন এর যুগ্ম সম্পাদক হাজী আবুল কাসেম, বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ ইকবাল হোসেন বিজয়, আইন সহায়তা কেন্দ্র (আসক) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাসুম বিল্লা, দপ্তর সম্পাদক সাংবাদিক মীমরাজ হোসেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সরদার এমএ মহিন, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ, ডেভেলপমেন্ট ফর ডিজেল চিল্ডেন এন্ড ওমেন এর নার্গিস সুলতানা, ল এন্ড জাস্টিস ফাউন্ডেশন সোনারগাঁ শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব মাস্টার, সাধারণ সম্পাদক হাজী হারুন অর রশিদ, নদী বাঁচা আন্দোলন সভাপতি নারায়ণগঞ্জ কবি জামান ভূঁইয়া, বটমূল মানব কল্যাণ ফাউন্ডেশন সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক কামরুন নাহার সুমী, আলোর ফোয়ারা ফাউন্ডেশন রাকিব হাসান, আনসার ভিডিপি সনমান্দী ইউনিয়ন এর দলনেতা শাহজালাল। এসময় সোনারগাঁ ঐতিহ্য ও ইতিহাস নিয়ে পূথী পাঠ করেন কবি ও লেখক খন্দকার পনির। এছাড়াও বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতা শেষে ৬জন বিজয়ীকে বই উপহার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com