Logo
HEL [tta_listen_btn]

মামলায় জর্জরিত বিএনপি নেতাকর্মীদের নয়া কর্মসূচি

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলে ঘরে ফিরতে শুরু করেছিলো নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। তবে প্রায় প্রতিটি নেতাকর্মীর নামেই একাধিক মামলা থাকায় ঘরে থাকার ভরসাও পাচ্ছেন না তারা। এমতাবস্থায় আবারো রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিগত নির্বাচন বাতিলের দাবিতে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি দেশব্যাপী কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে দলটি। মামলার ওয়ারেন্ট মাথায় নিয়ে কর্মসূচি পালন করা বিরাট চ্যালেঞ্জিং এখন নেতাকর্মীদের কাছে।
জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশের আগ থেকেই নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে পুলিশী অভিযান শুরু হয়। নেতাকর্মীরা তখন লুকিয়ে ঢাকা চলে যান কিন্তু ঢাকার মহাসমাবেশে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরদিন সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। ২৯ তারিখ হরতালের পর টানা ৩ দিনের অবরোধ কর্মসূচি পালন করে তারা। এই সময়ের মধ্যে নারায়ণগঞ্জের ৭টি থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ২৫টির উপরে নাশকতার মামলা দায়ের করে পুলিশ। মামলা হামলার ভয়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা সেই যে ২৮ অক্টোবরের আগে ঘর ছেড়েছিলো আর তাদের ঘরে ফেরা হয়নি। ৭ জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাযাবর জীবন যাপন করছেন নারায়ণগঞ্জের প্রতিটি বিএনপির নেতাকর্মী।
এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, সদস্য সচিব সাহেদ আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব সালাউদ্দিন সালু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াকসহ প্রায় প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধেই রয়েছে একাধিক নাশকতার মামলা। এদের মাঝে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বেশ কিছু নেতাকমী জেলখানায় বন্দি রয়েছেন।
নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে প্রথম রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিলের ডাক দিয়েছেন তারা। এখন কেন্দ্রীয় নির্দেশনা মানতে গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়েই প্রথম কর্মসূচি পালনের উদ্যোগ নিচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com