Logo
HEL [tta_listen_btn]

কাঁচপুরে গণপিটুনিতে ৪ ডাকাত নিহত

ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ৪ ডাকাত নিহত হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। এরআগে রোববার (১৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের চকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো, সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের আমানউল্লাহর ছেলে জাকির (৪০), আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের শামসুল হকের ছেলে আব্দুর রহিম (৪৮), একই উপজেলার জালাকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে নবী হোসেন (৩৫)। এদের মধ্যে জাকিরের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা ও একটি মাদক মামলা রয়েছে। অন্যদের মামলার বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে। অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আড়াইহাজারের জাঙ্গালিয়া গ্রামের নুরু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের বিলে ১০-১২ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে মসজিদে মাইকে ডাকাত বলে ঘোষণা দেয়। গ্রামবাসী একত্র হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই দু’জন মারা যান। অন্যরা পালিয়ে বিলের বিভিন্ন পুকুরের পানিতে ঝাঁপ দেয়। পরে তাদের পুকুর থেকে তুলে আরও দু’জনকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দু’জনের লাশ উদ্ধার করে এবং আহত দু’জনকে ঢাকা মেডিকেল হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। অপর একজন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, এ পর্যন্ত ডাকাতদলের ৪ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com