Logo
HEL [tta_listen_btn]

ইকোনমিক জোন পরিদর্শনে ভুটানের রাজা

আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (স্পেশাল ইকোনমিক জোন) পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বুধবার (২৭ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটে তিনি অঞ্চলটি পরিদর্শনে আসেন। এসময় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন ভুটানের রাজা। সেখানে বেজা কর্মকর্তারা ভুটানের রাজাকে বাংলাদেশে বিনিয়োগ করলে কি কি সুবিধা ভুটান পাবে তা তুলে ধরা হয়।
বাংলাদেশ সরকার জাপান ইপিজেডে বিনিয়োগকারীদের কি কি সুবিধা প্রদান করছে সেটি সরজমিনে দেখানো হয় ভুটানের রাজাকে। গ্যাস বিদ্যুৎ টেলিকম ব্যবস্থাপনাসহ সকল সুবিধা এক ছাদের নীচে অর্থাৎ ওয়ানস্টপ সার্ভিস সুবিধার বিষয়টি তুলে ধরা হয়।
বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এমপি, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েলসিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।
বৈঠক শেষে বেজার কর্মকর্তারা ভুটানের রাজাকে অর্থনৈতিক অঞ্চলে সর্বপ্রথম নির্মিত তুরস্কের কোম্পানী সিঙ্গারের নতুন কারখানা ঘুরে ঘুরে দেখান। জাপান ইপিজেড ঘুরে এবং সিঙ্গারের কোম্পানীটি দেখে ভুটানের রাজা বেশ খুশি হয়েছেন বলে জানান বেজার চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।
তিনি বলেন, ভুটানের সাথে রংপুরের কুড়িগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল জায়গা বরাদ্দ দেয়ার জন্য এরই মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইপিজেডে ভুটান কি ধরণের ইন্ডাস্ট্রি নির্মাণ করবে সেটি ধারণা নিতেই বাংলাদেশ স্পেশালিস্ট ইকোনমিক জোন যেটি জাপানি ইকোনমিক জোন হিসেবে পরিচিত সেটি পরিদর্শন করেছেন। ভুটানের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। ভুটানের জমির পরিমাণ কম থাকায় তারা বাংলাদেশ বিনিয়োগ করবে। বাংলাদেশ স্পেশালাইজড ইকনোমিক জোন বিনিয়োগের সুযোগ সুবিধা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুটানের রাজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com