Logo
HEL [tta_listen_btn]

মহেশখালীতে সামাজিক দুরত্ব না মেনে পল্লী বিদ্যুতের ভ্রাম্যমান বিল আদায়

মহেশখালীতে সামাজিক দুরত্ব না মেনে পল্লী বিদ্যুতের ভ্রাম্যমান বিল আদায়

মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা: কক্সবাজারের মহেশখালীতে সামাজিক দুরত্ব না মেনে পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক ভ্রাম্যমান বিল আদায় করা হচ্ছে বলে জানা যায়। এ নিয়ে এলাকায় সচেতন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। জানা যায়, চলমান করোনা ভাইরাসের ঝুঁকির কারণে পল্লী বিদ্যুৎ অফিস মানুষের বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং না করে মনগড়া বিল তৈরি করেছে। এবার অভিনব পন্থায় সেই মনগড়া বিল আদায়ে মাঠে নেমেছে তারা। সামাজিক দূরত্ব নিশ্চিত করার অযুহাতে এলাকায় এলাকায় গিয়ে বৈদ্যুতিক বিল আদায় করছে মহেশখালী পল্লী বিদ্যুৎ অফিস। কিন্তু সেখানে কোনোভাবেই সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এসময় মনগড়া বিল তৈরীর বিষয়ে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ লক্ষ করা যায়। সরজমিনে দেখা যায়, ৬ জুন সকাল ১১টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধার ঘোনা গ্রামের জনৈক রুমির কাঁকড়ার অফিসে পল্লী বিদ্যুতের চিহ্নিত দালাল হান্নানের সহযোগিতায় বিল আদায় করছে পল্লী বিদ্যুৎ অফিসের দু’জন লোক। এসময় বিল দিতে আসা গ্রাহকদের জটলা বেঁধে যায়। এই ব্যাপারে মহেশখালী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জানান, সামাজিক দুরত্ব না মেনে বিল আদায়ের বিষয়টি তার জানা নেই। তিনি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com