এমদাদ খান রামগড়ঃ- করোনা ভাইরাস পরিস্থিতে কর্মহীন অসহায়,পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে রামগড় পৌরসভা। (৩রা)এপ্রিল শুক্রবার ত্রাণ সহায়তার প্রথম দিন সামাজিক নিরাপত্তা ও দূরত্ব বজায় রেখে রামগড় পৌরসভার ৬ টি ওয়ার্ডে ৬৯০ জন কর্মহীন হতদরিদ্র নিন্মআয়ের পরিবারের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর করোনা বরাদ্ধ কৃত জনপ্রতি ১০ কেজি চাল হাতে তুলে দেন রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান (রিপন)। ত্রাণ সহায়তা পেয়ে তৈচালা পাড়ার আঃমান্নান বলেন,আমার হাতে এখন কোন কাজ নেই,ঘরেও খাবার নেই, খুব কষ্টে দিন কাটছে ,এই চালগুলো দিয়ে কয়েকটা দিন কেটে যাবে। ত্রাণ সহায়তা দেওয়ার সময় রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান (রিপন) সাংবাদিকদের বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে গরিব মানুষের কাজকর্ম নেই। মাননীয় প্রধানমন্ত্রী করোনা ত্রাণ তহবিল থেকে বরাদ্ধ পেয়ছি জনগণের মাঝে বিতরণ করে দিচ্ছি। বরাদ্দ কম হওয়ায় সবাইকে দেওয়া সম্ভব হচ্ছেনা। গরিব,দুঃস্থ,শ্রমজীবি তাদেরকেই পৌর ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে তালিকা করে ত্রাণ বিলি করা হয়। পরবর্তীতে বরাদ্দ আসলে ত্রাণ না পাওয়া পরিবার গুলোকে দিবো। ত্রাণের চাল বিতরনের বিষয়ে রামগড় উপজেলা পরিষদের সদস্য (সংরক্ষিত) ও রামগড় পৌরসভার মহিলা কাউন্সিলর কনিকা বড়ুয়া বলেন, আমরা জনসম্মুখে চাল মেপে দিচ্ছি,যাতে কেউ পরিমাণ নিয়ে সমালোচনা করতে না পারে। আরও কিছু হতদরিদ্র পরিবার বাকি আছে এগুলোকে পরবর্তীতে বরাদ্দ আসলে ত্রাণ সহায়তা দিব। এ দিকে জনসম্মুখে চাল মেপে দেওয়া এবং কর্মহীন সময়ে সরকারের সহায়তা পেয়ে খেটে খাওয়া মানুষগুলো সন্তোষ প্রকাশ করেন। এ ত্রান বিতরণে উপস্থিত থেকে সহযোগিতা করেন,রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান,রামগড় পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার,পৌরসভার স্ব স্ব ওয়ার্ডের কাউন্সিলর ও স্হানীয় প্রিন্ট ও ইলেকক্টনিক্স সাংবাদিক বৃন্দ
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।