আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন করে আক্রান্ত দুই ব্যক্তিকে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা জানান, আক্রান্ত দুই ব্যক্তির স্বাস্থ্যের পরিস্থিতি (কনডিশন) বিবেচনা করে তাদের নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। প্রতিনিয়তই তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের কাছে আমাদের মোবাইল নাম্বার দেয়া আছে। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ-২, আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর পক্ষ থেকে তাদের খাদ্যসামগ্রী সহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাদের প্রতি মুহুর্তের স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। অপরদিকে দুই ব্যক্তির সংম্পর্শে আসার সন্দেহে গতকালই তাদের বসবাসের এলাকা লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। আড়াইহাজার উপজেলায় এ পর্যন্ত (কোভিড-১৯)-এ আক্রান্তরা হলেন, বিশ্বনন্দী ইউনিয়নের দড়িবিশ্বনন্দী দক্ষিণপাড়া এলাকার তারা মিয়ার ছেলে হানিফ (৬৫)। তিনি ঢাকায় মার্দারটেক এলাকায় ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। করোনা উপসর্গ নিয়ে তিনি নিজ বাড়ি ফিরে আসেন। দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও নয়াপাড়া এলাকার ওয়ারিশ মোল্লার ছেলে কবির (৬০)। ধারণা করা হচ্ছে, তিনি স্থানীয় একটি মসজিদে আগত তাবলীগ জায়ামাতের সদস্যদের সংম্পর্শে গিয়ে সংক্রমিত হয়েছেন। বিশ্বনন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে মাকসুদা বেগম (৩০)। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে তার নিজ বাড়ি দয়াকান্দায় ফিরে আসেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।