শেখ ফজলে রাব্বি জামালপুর: দুপুরে বৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে মনোয়ারা বেগম নামে ৪৫ বছর বয়সী এক নারীর। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের পলাশপুর (বরখাল) গ্রামের মরহুম আব্দুল কাদেরের বড় ছেলে সাদিকুল ইসলামের স্ত্রী। বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে। চিকাজানী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ জানান আজ বুধবার দুপুরের দিকে ওই নারী বাড়ির পাশে পেঁয়াজের ক্ষেত দেখতে যান। হঠাৎ করে তুমুল বেগে কালবৈশাখী ঝড় নেমে আসে। ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।