Logo
HEL [tta_listen_btn]

সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, জানাজা ও দাফন করল ইউএনও

সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, জানাজা ও দাফন করল ইউএনও

সোলায়মান হাসান: করোনাভাইরাসে মৃত্যু হয়েছে সন্দেহে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী কেউ এগিয়ে না আসলেও খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটে আসেন। নিজ দায়িত্বে জানাজা ও দাফন সম্পন্ন করলেন। রবিবার (১৯ এপ্রিল ২০২০)  দুপুরে  জেলার সোনারগাঁ উপজেলার মোগরা পাড়া ইউনিয়নে এমন ঘটনা ঘটে।

সূত্র জানায় ,উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টাগ্রামে ৪০ বছর বয়সের এক ব্যক্তি শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে ভাড়া বাসায় মারা যান। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ছুটে যান ঘটনাস্থলে। পরে স্থানীয় মেম্বার মো. শিপন সরকারের সহযোগিতায় কবর খোঁড়ার ব্যবস্থা করেন। উক্ত   বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন বা তার লক্ষণগুলো যদি করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যায় তাহলে ধর্মীয় বিধি মেনে বিশেষ সতর্কতার সাথে লাশ দাফনের ব্যবস্থা করতে হবে।

Attachments area


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com