মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসকসহ একজন স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন। তিনি বলেন, আজ বুধবার সকাল পৌনে ৬টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসকসহ একজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবার রিপোর্ট পজিটিভ এসেছে,এখন তাদের সকলের চিকিৎসা চলছে বলেও তিনি জানান। জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, করোনায় আক্রান্ত স্টাফসহ চিকিৎসকদের চিকিৎসা প্রাথমিক পর্যায়ে নড়াইলে চলছে। তাদের রিপোর্ট পজিটিভ হলেও শারীরিক অবস্থা তুলনামূলক ভালো আছে,অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।