Logo

মেলান্দহে ঝাউগড়া গ্রামিন ব্যাংকের ত্রাণ বিতরণ

মেলান্দহে ঝাউগড়া গ্রামিন ব্যাংকের ত্রাণ বিতরণ

শেখ ফজলে রাব্বি জামালপুর ॥ জামালপুরের মেলান্দহ উপজেলা ঝাউগড়ায় মহামারি করোনা ভাইরাসের কারনে জুনাল ম্যানেজার, সিরাজুল ইসলাম ও এরিয়া ম্যানেজার নিতাই চন্দ্র ঘটক,এর সহযোগিতায়, গ্রামিন ব্যাংকের নিজস্ব অর্থায়নে সংগ্রামী সদস্যদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। ২২ এপ্রিল সকাল ১০ টা ঝাউগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সংগ্রামী সদস্যদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল প্রতি কেজি ৪৫ টাকা হিসেব ৩০ কেজি চাল, প্রতি কেজি ১১০ হিসেবে ২ কেজি ডাল, তেল প্রতি কেজি ১০০ টাকা হিসেবে ২ কেজি তেল, আলু প্রতি কেজি ২৫ টাকা হিসবে ৮ কেজি, পিয়াজ প্রতি কেজি ৫০ টাকা হিসেবে ৪ কেজি লবন প্রতি কেজি ৩৫টাকা হিসেবে ২ কেজি । এ ছাড়াও ২টি কাপড় কাচা সাবান ও গায়েমাখা সাবান ২টি এবং নগদ ৬০০ টাকা সহ মোট ৩২০০ ত্রাণ বিতরণ করেন।এসময় উপস্হিত ছিলেন, পোগ্রাম অফিসার হারুনুর রশি, মেলান্দহ শাখার ঝাউগড়া গ্রামিন ব্যাংকের ম্যানেজার ইউসুফ আলী ও অফিসষ্টাপ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com