মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার বি-পাটনা গ্রামে সৌদি প্রবাসী মোঃ ইকবাল বিশ্বাসের নিজ উদ্যেগে দুস্থ ও অসহায় ৬০ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। আজ ২৬ (এপ্রিল) রবিবার বি-পাটনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খাশিয়াল গ্রামের সৌদি প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইকবাল বিশ্বাসের নিজ উদ্যোগে ৬০টি পরিবারের মাঝে চাল,ডাল,আলু, পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বড়দিয়া বাজার বনিক সমীতির সাধারণ সম্পাদক ডাঃ জগদীশ চন্দ্র সরকার, খাশিয়াল ইউনিয়ন আওয়ামীলীগের ৬ নং ওয়ার্ড সভাপতি মনোজ সরকার ও সাধারণ সম্পাদক রজব আলী শিকদার প্রমুখ। এ ব্যাপারে জনাব ইকবাল বিশ্বাস বলেন, দেশের এই সংকটময় মুহুর্তে বিবেকের তাড়নায় দুস্থ ও কর্মহীন ৬০ টি পরিবারের মাঝে আমি খাবার সামগ্রী বিতরন করেছি। এভাবে সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে হতদরীদ্র মানুষগুলো এই সংকটময় মুহুর্তে বেঁচে থাকার একটা প্রয়াস পাবে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।