শেখ ফজলে রাব্বি জামালপুর: সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সাধারণ মানুষকে করোনার এই মহামারীর সময়ে ঘরে থাকার সচেতনতা সৃষ্টির জন্য অদ্য ৩০.০৪.২০২০ তারিখে বৃহস্পতিবার ঢাকা টাঙ্গাইল সংযোগ সড়কে মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি মামলায় সর্বমোট ২০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট এস এম মাজহারুল ইসলাম। এ বিষয়ে তিনি বলেন ,সারা দেশের ন্যায় করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর নির্দেশনায় জেলা লকডাউন করা হলেও এই আইন কেউ অনেকই মানছে না। অকারনে বাড়ি থেকে বের হয়ে ঘুরাফেরা করছে যা এই করোনা ভাইরাস সংক্রামন আরো বৃদ্ধি করবে। আর তারই অংশ হিসেবে জামালপুরে লক ডাউন সহ আইন অমান্য কারীদের বিভিন্ন শাস্তি সহ ৬ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এই জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় জেলা প্রশাসকের নির্দেশনাবলী মেনে চলে সকলকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।