Logo
HEL [tta_listen_btn]

বগুড়ার শেরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে ৫৮৫ টি মামলা

বগুড়ার শেরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে ৫৮৫ টি মামলা

বগুড়া থেকে এনামুল হক রাঙ্গা :বগুড়ার শেরপুর করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে এক মাসে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে ৫৮৫ টি মামলা করা হয়েছে। ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ৭ লক্ষ ১০ হাজার ২শত টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন। জানাযায়, দন্ডবিধি, ১৮৬০, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮, দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এই আইন গুলো না মানার ফলে ৫৮৫ টি মামলায় ৫৮৪ জন কে অর্থদন্ড ও ১ জন কে কারাদন্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা উক্ত মোবাইল কোর্টগুলি পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় শেরপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ শেরপুরের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠন পুশাস এর সদস্যগণ সহায়তা করে। এবং সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। হোম কোয়ারান্টাইন, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, সর্বোপরি, করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকারের বিধি-নিষেধ কার্যকর করার স্বার্থে উক্ত অভিযানগুলি পরিচালনা করা হচ্ছে বলে জানান নির্বাহী কর্মকর্তা। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতে দিনরাত কাজ করে যাচ্ছি। সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন জনকে জরিমানা করছি। আশা করি সবাই ঘরে থাকবে। জরুরী প্রয়োজন মিটিয়ে তারাতারি বাড়ি ফিরে যাবে। এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com