স্টাফ রিপোর্টার(দৈনিক দেশের আলো): নারায়নগঞ্জের আড়াইহাজারে নতুন করে আরো ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এই নিয়ে আড়াইহাজার উপজেলায় করোনা শনাক্ত হলো ৩৬ জনের । এদের বাড়ি দুপ্তারা ও মাহমুদপুর ইউনিয়নে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুসারে জানাযায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬৪ জনের। এদের মধ্যে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। বাকী ২ জন ঢাকায় পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত আড়াইহাজারে মোট সুস্থ হয়েছে ১২ জন। বাকি সবাই মোটামুটি ভাল আছেন। এদের মধ্যে ১জন আড়াইহাজার হাসপাতালে এবং বাকিরা নিজ নিজ বাসায় অবস্থান করছেন। উপজেলার বিভিন্ন এলাকার ৩৪ জনের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পাঠানো হয়েছে , বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা । রোববার উপজেলার মাহমুদপুর, দুপ্তারা, আড়াইহাজার সহ বিভিন্ন এলাকাথেকে এই নমুনা সংগ্রহ করাহয় ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।