Logo

নড়াইলের কালিয়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নড়াইলের কালিয়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

জিহাদুল ইসলাম, কালিয়া প্রতিনিধিঃ করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া গ্রামের বাড়িতে ফেরার দুদিন পর বিশ্বজিৎ রায় চৌধুরী (৫০) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (০৯ই মে) রাতে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের বড়দিয়া গ্রামের নির্মল রায় চৌধুরীর ছেলে বিশ্বজিৎ রায় চৌধুরী ঢাকার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকুরি করতেন। তিনি কাশিতে আক্রান্ত হয়ে দুদিন আগে বাড়িতে আসেন। বিশ্বজীতের ভাতিজা প্রবীর রায় চৌধুরী জানান, করোনা উপসর্গে ঢাকা থেকে ফেরার পর বাড়িতে আলাদা ভাবে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় বিশ্বজিৎ রায় চৌধুরীকে। শনিবার রাতে তিনি মারা যান। রবিবার সকালে বাড়ির লোকজন তার মৃত্যুর বিষয়টি বুঝতে পান। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, মৃত বিশ্বজিৎ রায় চৌধুরীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তার মধ্য দিয়ে সৎকারের ব্যবস্থা করা হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


Theme Created By Raytahost.Com