এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি:- বিশ্বব্যাপী করোনাভাইরাস মোকাবেলায় গৃহীত ব্যবস্থার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে নিজ নিজ গৃহে অবস্থান করা। নিজ গৃহে অবস্থান করে সাধারন মানুষ কর্মহীন হয়ে অভাব-অনটনে খাদ্য অভাবে মানবেতর জীবনযাপন করছে। এইসকল দিনমজুর কর্মহীন হয়ে পড়া অভাবগ্রস্থ অসহায় মানুষের বাড়ি বাড়ি রামগড় পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দফায় দফায় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছেন রামগড়ের পৌর অভিভাবক মোহাম্মদ শাহজাহান কাজী রিপন। বৃহস্পতিবার (২১ই মে) খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ৬ নং ওয়ার্ডে পঞ্চম দফায় চাল বিতরণের উদ্বোধন করেন রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন।৫ ম দফায় পৌর এলাকার ২ হাজার ৫ শত দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে। ইতিপূর্বে মেয়র প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী চার দফায় সামাজিক দূরত্ব বজায় রেখে পৌর এলাকার ৪ হাজার পরিবারের মাঝে ৪০ মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণের সময় মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন বলেন, চার দফায় ৪ হাজার পরিবারের মাঝে ৪০ মেট্রিক টন চাল বিতরণ শেষ করেছি । আজ নতুন করে ২৫ মেট্রিক টন চাল বিতরণ শুরু হয়েছে। ঈদের আগেই বিতরণ শেষ করার চেষ্টা করছি। এসময় আরও উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শামিম ,রামগড় উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও রামগড় পৌরসভার সংরক্ষিত আসন ২ এর কাউন্সিলর কনিকা বড়ুয়া ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।