এমদাদ খান রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি: – বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় ও মুসলমানদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে বরাবরের মতো এবারও রামগড় পৌরসভার গর্জনতলী এলাকার দু:স্থ,গরীব ও অসহায় মুসলিম ধর্মালম্বীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন রামগড় পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর বিষ্ণু কুমার দত্ত। বুধবার ও বৃহস্পতিবার বিকেলে এসব সেমাই,চিনি,বস্ত্র বিতরন সম্পুর্ণ করেন। মুসলমানদের পবিত্র ঈদ-উল ফিতর এর আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য প্রতিবছরই এলাকার দরিদ্র জনগোষ্ঠির প্রতি বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন কাউন্সিলর বিষ্ণু কুমার দত্ত। মুসলমানদের দুই ঈদে নগদ টাকা, সেমাই চিনি,ও বিভিন্ন বস্ত্র দু’হাত ভরে দান করে যাচ্ছেন এ তৃনমুল জনপ্রতিনিধি। কাউন্সিলর বিষ্ণু দত্ত সাংবাদিকদের কে জানান, নিজস্ব উদ্যোগে মুসলমানদের (তিন শত) দরিদ্র পরিবারের মাঝে প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদের শুভেচ্ছা হিসেবে শাড়ি, লুঙ্গি,,সেমাই চিনি বিতরণ করেছেন। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।