মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি: অ্যাক্টিভিসটা নীলফামারী যুব নেটওয়ার্কের উদ্যোগে আজ নীলফামারী জেলায় বিভিন্ন স্থানে করোনা দুর্গত ১৫৩ টি পরিবারের মাঝে “ঈদ উপহার” বিতরণ করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলমান বাড়িতে থাকা কার্যক্রমে দিনমজুরসহ দরিদ্রদের দুর্গতি বেড়েছে। অনেক পরিবারে রান্না হচ্ছে না ঠিকমতো। কাজ বন্ধ থাকায় আয় নেই এসব পরিবারের। ফলে কষ্টে আছে এসব পরিবার। মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নীলফামারী জেলায় ঘোষিত চলমান লকডাউনে অসহায় ও কর্মহীন হয়ে পড়া এসব মানুষদের পাশে দাঁড়িয়েছে “অ্যাক্টিভিসটা নীলফামারী যুব নেটওয়ার্ক”। যুব নেটওয়ার্ক এর অন্তর্ভুক্ত জেলার বিভিন্ন যুব সংগঠন শুরু থেকেই কোভিড-১৯ প্রতিরোধে মাঠ পর্যায়ে লিফলেট বিতরন, হ্যান্ড ওয়াশ কর্ণার স্থাপন,জীবাণু নাশক স্প্রে,দুরত্ব নির্দেশক চিহ্ন অংকন,পাড়ায় পাড়ায় প্রচারণা সহ বিভন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এবং অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২০ মে) “অ্যাক্টিভিসটা নীলফামারী যুব নেটওয়ার্ক” এর আয়োজনে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউ,এস,এস) এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় “ঈদ উপহার” পেল ১৫৩ টি পরিবার। “ঈদ উপহার” হিসেবে প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি সোলা বুট, ১ কেজি লবণ, ১ কেজি ডিটারজেন্ট, ২ টি সাবান, ১ টি স্যানিটারি ন্যাপকিন ও ১ টি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন “অ্যাক্টিভিসটা নীলফামারী যুব নেটওয়ার্ক” এর স্বেচ্ছাসেবকবৃন্দ। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সমাজ সেবক ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত “ঈদ উপহার” বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।