মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদাতা: স্থানীয় সুত্রে জানা জায়, আজ ৩১ ই মে( সোমবার) কাঁটালতলী পাড়া গ্রামের প্রধান সড়কে ভারি বর্ষন জনিত কারনে ১০ বছেরর পুরাতন ছোট কালভার্ট ভেঙে যায় এতে চরম দূর্ভোগে পড়ে প্রায় ৩ গ্রামের লোকজন। তবে বিষয়টি ওয়ার্ড মেম্বার জকির আলমকে অবহিত করলেও কোনো ধরনের সাড়া পাওয়া জায়নি। অবশেষে এলাকার লোকজন কোনোমতে পারাপার করার জন্য বস্তা দিয়ে কালভার্টটি মেরামত করে যাতায়াত করছে। এলাকাবাসীরা আরো জানান, বৃহত্তর কাঁঠালতলী পাড়ার লোকজন সম্পুর্ণ সুবিধা বঞ্চিত। ওয়ার্ড মেম্বার কোনোদিন কোনো ধরনের সরকারি সহায়তা এই গ্রামের মানুষদের দেয়না। অথচ এই গ্রামে প্রায় ৭০০ শত পরিবার বসবাস করে থাকে। এই গ্রামের সাধারণ গরিব দুঃখী অসহায় মানুষ গুলো করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে গৃহবন্দী হয়ে মানবেতর জিবন যাপন করলেও হোয়ানক ইউনিয়ন পরিষদ কর্তৃক কোনো ধরনের সহযোগীতা পাওয়া যায়নি। বিষয়টি এলকার কিছু স্কুল -কলেজ পড়ুয়া ছাত্ররা ইউএনও স্যার বরাবর অবহিতি করার চেষ্টা করলেও পরে তা আর সম্ভব হয়নি। একদিক দিয়ে বলা জায় কাঁঠালতলী পাড়া গ্রামের মানুষ বৈষম্যের শিকার। এদিকে এলাকাবাসীরা এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।