মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ এ যেন কোন দল নয়, মত নয়। এ যেন অসহায় মানুষের পাশে দাঁড়াবার ব্রত। ১৯৪৮ সালের ০৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগ (সাবেক নাম পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ) প্রতিষ্ঠার পর থেকে বাংলা ও বাঙ্গালীর জন্য নিবেদিত একটি রাজনৈতিক ছাত্র সংগঠন। যার প্রতিষ্ঠাতা বাংলার ইতিহাসের মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান। বাংলাদেশের বিভিন্ন অধিকার সংক্রান্ত আন্দোলনে আছে ছাত্রলীগের সক্রিয় ভূমিকা। বৈশ্বিক মহামারী করোণা ভাইরাসে বাংলা ও বাঙ্গালী এখন নিদারুন কষ্টে দিনযাপন করছে। এ সময়ে সবচেয়ে দুঃসময় পার করছে বাংলার কৃষক। এবার করোণা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরীব কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় নড়াইল-১ আসনের সাংসদ বি, এম কবিরুল হক মুক্তির নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধায়নে অসহায় কৃষকের পাশে কালিয়া ছাত্রলীগ। ইতিমধ্যে, কালিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখের নেতৃত্বে ছাত্রলীগ নেতা কর্মীরা কৃষকের ধান কেঁটে বাড়ীতে পৌছে দিচ্ছেন। অসহায় কৃষকের ধান কাঁটায় অগ্রনি ভূমিকায় রয়েছেন কালিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস, এম, রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন বিশ্বাস, সরকারী শহীদ আব্দুস সালাম কলেজ শাখার সভাপতি পার্থ চক্রবর্ত্তী, শান্তনু ঘোস, রনি, আকাশসহ আরো অনেকে। আজ (৫ মে, ২০২০) তারিখে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কালিয়ার কোসোর ডোবের বিলে আনোয়ার শেখের (গ্রাম- সিতারামপুর চর) ধান কেঁটে মাথায় করে বাড়ী পৌছে দেন। এ বিষয়ে কৃষক আনোয়ার হোসেন বলেন, এই দুঃসময়ে ধান কাঁটার জন্য কোন শ্রমিক পাওয়ায় চরম উৎকন্ঠার মধ্যে ছিলাম। এই কঠিন মুহুর্তে আমার জমির ধান কেঁটে বাড়ী পৌছে দিয়েছে কালিয়া উপজেলা ছাত্রলীগ। আমার এ দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই। কালিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও নড়াইল-১ আসনের সাংসদ বি, এম কবিরুল হক মুক্তির সার্বিক তত্ত্বাবধায়নে অসহায় গরীব কৃষকের পাশে আমরা দাঁড়িয়েছি। কৃষকের ধান যতদিন না বাড়ীতে পৌছায় ততদিন আমরা মাঠে থেকে কাজ করে যাব ইনশাল্লাহ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।