আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদুর রহমান সুমনের নির্দেশে কৃষকের ধান কেটে দিলো আড়াইহাজার পৌরসভা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদের নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সকাল ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত ধান কাটা কর্মসূচিতে অংশ নেন। আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার কৃষক আলমের ২৯ শতাংশ জমির পাকা ধান কেটে তার মাড়াই করে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন যুবদল নেতা শব্দর আলী, বিএনপির নেতা ডা. জসিম উদ্দিন, বিএনপির নেতা মনির, ইউনূছ, নুরু, সাইদুল, শাজাহান, রিপন, মাস্টার, জাকির, সবুজ, ফারুক, জাহের আলী, শহীদ ও রনী প্রমুখ। মাসুদ বলেন, করোনা পরিস্থিতির কারণে একদিকে কৃষকের অর্থ সংকট রয়েছে। অপরদিকে শ্রমিক সংকট দেখা দিয়েছে। থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদুর রহমান সুমনের নির্দেশে আমার নেতৃত্বে পৌরসভা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ধান কাটা কর্মসূচিতে অংশ নেন। তিনি আরও বলেন, পৌরসভা বিএনপির নেতাকর্মীরা আমার নেতৃত্বে কৃষকের পাশে রয়েছেন। বভিষ্যতেও থাকবেন। পর্যায়ক্রমে কৃষকের ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।