মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, খুলনা বিভাগীয় টিম এবং নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস এবং সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির পরামর্শে ও জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক এস এম তরিকুল ইসলামের সার্বিক সহযোগীতায় আজ (১৯ মে), ৩০০ রোজাদারের মাঝে ইফতার বিতরন করে কালিয়া উপজেলা ছাত্রদল। এসম্পর্কে জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক এস এম তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশ দিয়েছেন করোনায় গৃহবন্দী অসহায় মানুষের পাশে দাড়ানের জন্য তারই ধারাবাহিকতায় আজ আমরা কালিয়ায় ৩০০ রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছি এবং করোনা পরিস্থিতি স্বাবাভিক না হওয়া পর্যন্ত আমাদের এই ধারা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিকদলের সভাপতি মেহেদি হাসান মিলন, সাধারন সম্পাদক ফরিদ হোসেন, পৌর শ্রমিকদলের সভাপতি হিমায়েত হোসেন হিমু, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ পলটু শেখ, পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক মোঃ নুরইসলাম শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক গাজী জিয়াউর রহমান, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ মারুফ শেখ, পৌর ছাত্রদল নেতা, সোবাহান শেখ, মোঃ সোহেল সেখ, এস এম এনাম ইসলাম, কলেজ ছাত্রনেতা মোঃআলিম শেখ,মাসুম শেখ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।